You are here
Home > বিনোদন > মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি হলি বেকারি

মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি হলি বেকারি

Fallback Image

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ঘোষনা দিলেন নতুন সিনেমা নির্মাণের। ছবিটি নির্মাণ করবেন ঢাকার গুলশানের হলি আর্টিজান মর্মান্তিক ঘটনা নিয়ে। যুক্তরাষ্ট্রের বিনোদন সাময়িকী ভ্যারাইটিতে ফারুকীর নতুন ছবি নির্মাণের খবরটি প্রকাশিত হয়েছে।

বুসান চলচ্চিত্র উৎসবের বিচার কাজে তিনি এখন দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। সেখান থেকে ফারুকী জানান, আগামী বছরের শুরুতে তাঁর নতুন ছবি ‘হলি বেকারি’র কাজ শুরু করবেন। যার পুরো গল্পটি এ বছরের জুলাইয়ে হলি আটির্জান এর মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে। নতুন এই ছবিতে দেশ বিদেশের অনেক শিল্পীরা কাজ করবেন।

Similar Articles

Leave a Reply

Top