You are here
Home > জেলার খবর > চট্রগ্রাম > চট্টগ্রামে আগুনে পুড়ে দম্পতির মৃত্যু

চট্টগ্রামে আগুনে পুড়ে দম্পতির মৃত্যু

চট্টগ্রামে আগুনে পুড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে নগরীর বাকলিয়া থানার শাহজিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সৈয়দ আহাম্মদ (৩৬) এবং তার স্ত্রী রিনা আক্তার (২৮)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ জানান, শনিবার গভীর রাতে শাহজিপাড়ায় ভাড়া বাসায় বসবাসকারী সৈয়দ আহাম্মদ দম্পত্তির ঘরে আগুন লাগে। ঘুমের মধ্যে থাকায় দ্রুত বাসা থেকে বের হতে না পাড়ায় তারা অগ্নিদগ্ধ হন।

সকালে আশঙ্কাজনক অবস্থায় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আগুন লাগার কারণ জানা যায়নি।

Similar Articles

Leave a Reply

Top