You are here
Home > জাতীয় > নিখোঁজ বলে কোনো শব্দ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিখোঁজ বলে কোনো শব্দ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পতি কিছু শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিখোঁজ বলতে কোনো শব্দ নেই। নিখোঁজদের ব্যাপারে প্রশাসন তৎপর রয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৬’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

নিখোঁজ শিক্ষার্থীদের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিখোঁজ বলতে কোনো শব্দ নেই। যে সকল ছাত্রদের পাওয়া যাচ্ছে না, তাদের খুঁজে বের করতে প্রশাসন তৎপর রয়েছে। প্রশাসনের তৎপরতার কারণেই এক-দুজন করে আবার ফিরে আসছে।

Similar Articles

Leave a Reply

Top