You are here
Home > আন্তর্জাতিক > বড়দিনে শিকাগোয় বন্দুক হামলায়; গুলিবিদ্ধ ৪১, নিহত ১১

বড়দিনে শিকাগোয় বন্দুক হামলায়; গুলিবিদ্ধ ৪১, নিহত ১১

Fallback Image

যুক্তরাষ্ট্রের শিকাগোয় এবারের বড়দিন ঘিরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার থেকে রোববার রাত পর্যন্ত শিকাগোয় বন্দুক হামলায় ১১ জন নিহত এবং ৪১ জন গুলিবিদ্ধ হয়েছেন।

শিকাগো সান-টাইমসের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে ফক্স নিউজ।

শিকাগো ট্রিবিউন জানিয়েছে, বড়দিনের একটি পারিবারিক পার্টিতে আচমকা এক বন্দুকধারী এসে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। জেমস গিলস নামে ১৮ বয়সি এবং রয় গিলস নামে ২১ বছর বয়সি দুই তরুণ ঘটনাস্থলে নিহত হন। এ সময় পাঁচজন আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন।

এর কয়েক ঘণ্টা আগে সাউথ সাইড হাসপাতালে ৪০ বছর বয়সি গুলিবিদ্ধ এক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। অ্যাপস্টলিক লেবার অব লাভ চার্চে এক বন্দুকধারীর হামলায় আহত হওয়ায় হাসপাতালে আনা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লোকটি মারা যান।

শিকাগো পুলিশ বিভাগের মুখপাত্র হোস এস্ট্রাডা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, এ বছর এই শহরে ৭৪৫টি হত্যার ঘটনা ঘটেছে, গত বছরের এই সময়ে যা ছিল ৪৭৬টি। ১৯৯৭ সালে এ ধরনের হত্যাকাণ্ড ঘটেছিল ৭০০টির কিছু বেশি।

এস্ট্রাডা আরো জানিয়েছেন, ২০১৫ সালে শিকাগোয় বন্দুক হামলার শিকার হয়েছিলেন ২ হাজার ৮৮৪ জন। কিন্তু এ বছর সেই সংখ্যা ৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৫২ জনে। হামলার শিকার অধিকাংশই অনূর্ধ্ব ৩০ বছর বয়সি পুরুষ।

লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্ক শহর মিলে এ বছর যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে এক শিকাগো শহরে।

Similar Articles

Leave a Reply

Top