You are here
Home > স্বাস্থ্য > স্তন ক্যান্সার শুধু নারী নয় ,পুরুষেরও!!!!!!

স্তন ক্যান্সার শুধু নারী নয় ,পুরুষেরও!!!!!!

গাইলস কুপারের পরিবারের দুজন পুরুষ সদস্যই স্তন ক্যান্সারে ভুগে মারা যায়।

এরপর গাইলস নিজের দুটো স্তনই ফেলে দেয়ার সিদ্ধান্ত নেন।

ইংল্যান্ডের ওরস্যাস্টারশায়ারের বাসিন্দা মি: কুপার এখন স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়ানোর কাজ করতে চান।

মি: কুপার সবাইকে জানাতে চান এই স্তন ক্যান্সার রোগটা শুধুমাত্র নারীদের হয় তা নয় পুরুষরাও এ রোগে ক্ষতিগ্রস্ত হতে পারে।

স্তন ক্যান্সার বিষয়ক গবেষণার জন্য যে দাতব্য সংস্থা রয়েছে তাতেও যুক্ত হয়েছেন মি: কুপার।

কার্ডিফের ইউনিভার্সিটি হসপিচাল অব ওয়েলস স্তন ক্যান্সার বিষয়ে গবেষণার কাজ চলছে।

স্তন ক্যান্সারে নারীদের আক্রান্ত হবার খবর বেশি শোনা যায়, খুব কম পুরুষই এ রোগে আক্রান্ত হয়।

Similar Articles

Leave a Reply

Top