You are here
Home > জেলার খবর > ঢাকাবাসীকে বৃষ্টির জন্য অপেক্ষা

ঢাকাবাসীকে বৃষ্টির জন্য অপেক্ষা

তীব্র তাপ্রপ্রবাহে জনজীবন অতিষ্ট। চারিদিকে বৃষ্টির জন্য হাহাকার পড়ে গেছে। এই মুহূর্তে সবার হয়ত একটাই প্রশ্ন, কবে বৃষ্টি হবে? কিন্তু সেই প্রতীক্ষা সহজেই পূরণ হচ্ছে না। বিশেষ করে ঢাকাবাসীকে বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে কমপক্ষে শনিবার পর্যন্ত।

ঢাকায় মাঝে মাঝে আকাশ মেঘলা হলেও বৃষ্টি হচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, ঢাকাতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নাই। দেশের দু’এক জায়গায় সামান্য বৃষ্টিপাত হচ্ছে।

তিনি জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে একটু বৃষ্টি হয়েছে। তা চাহিদার তুলনায় খুবই নগন্য।

দেশে মৌসুমী বায়ুর আগমনের বিষয়ে এই আবহাওয়াবিদ জানান, সাধারণ জুন মাসের শুরুতেই কক্সবাজার দিয়ে দেশে মৌসুমী বায়ু প্রবেশ করে। সেটা সারাদেশ কাভার করতে প্রায় ১৫ জুন পর্যন্ত সময় লাগতে পারে।

Similar Articles

Leave a Reply

Top