You are here
Home > ফিচার > জার্মানির মেগদেবারগ ওয়াটার ব্রিজ

জার্মানির মেগদেবারগ ওয়াটার ব্রিজ

 ছবিতে যেই ব্রিজটি দেখছেন তা হচ্ছে জার্মানির মেগদেবারগ ওয়াটার ব্রিজ।। একটি নদী আরেকটি নদীকে ক্রস করাতে এই পানির ব্রিজটি তৈরি করা হয়।। জার্মানীর এলবি নদীর উপর অবস্থিত এই ব্রিজটি জার্মানীর ২টি গুরুত্বপূর্ণ শিপিং ক্যানেল এলবি-হ্যাভেল ক্যানেল এবং মিডল্যান্ড ক্যানেলকে সংযুক্ত করেছে।। ৯১৮ মিটার লম্বা এই ব্রিজটি তৈরিতে খরচ হয়েছে মোট ৫০০ মিলিয়ন ইউরো।। ১৯৯৭ সালে এর নির্মান কাজ শুরু হয় আর শেষ হয় ২০০৩ সালে, অর্থাৎ মোট সময় লাগে ৬ বছর।।

Similar Articles

Leave a Reply

Top