You are here
Home > বিনোদন > আবারো নির্মিত হচ্ছে ৬ পর্বের নাটক ‘অ্যাভারেজ আসলাম’

আবারো নির্মিত হচ্ছে ৬ পর্বের নাটক ‘অ্যাভারেজ আসলাম’

নপ্রিয়তার দিক থেকে বেশ কয়েকটি নাটক ভালো সাড়া ফেলেছে। যার মধ্যে ‘অ্যাভারেজ আসলাম’ আলোচনায় ছিল গতবছর। সেই ধারাবাহিকতায় এবারও নির্মিত হতে যাচ্ছে ৬ পর্বের ধারাবাহিক এই নাটকটি। চলতি সপ্তাহের শেষদিকে শুরু হবে নাটকটির শুটিং। এবারও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম।

দর্শকদের ইতিবাচক সাড়ার কারণে এবারও নাটকটি নির্মাণ করছেন নাটকটির পরিচালক সাগর জাহান। সবকিছু ঠিকঠাক। এখন শুধু শুটিং শুরু করার অপেক্ষা। তিনি বলেন, ‘আশা করছি এবারও নাটকটি দর্শকদের ভালো লাগবে।’

নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকের চরিত্রের বৈচিত্র্যতা রয়েছে। আর চরিত্রের বৈচিত্র্যতাই নাটকের মূল আকর্ষণ। সেদিক থেকে ‘অ্যাভারেজ আসলাম’ নাটকটিতে অভিনয় আমার জন্য স্বাচ্ছন্দবোধের জায়গা।’

Similar Articles

Leave a Reply

Top