You are here
Home > জাতীয় > পুলিশের মিস ফায়ারে গুলিবিদ্ধ ঢাকা শিক্ষা বোর্ডের সচিব

পুলিশের মিস ফায়ারে গুলিবিদ্ধ ঢাকা শিক্ষা বোর্ডের সচিব

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব ও বিসিএস শিক্ষা ক্যাডারের মহাসচিব শাহেদুল খবির চৌধুরী পুলিশের মিস ফায়ারে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার রাত দশটার দিকে রাজধানীর হোটেল ওয়েস্টিনের কাছে গুলিবিদ্ধ হন তিনি। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।

শাহেদুল খবির জানান, গতকাল রাতে হোটেল ওয়েস্টিনে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সভা ছিল। সভা শেষে হোটেল থেকে বেরিয়ে সড়কের পাশে অবস্থান করছিলেন তিনি। তার কাছেই পুলিশের কয়েকজন সদস্য কর্তব্যরত ছিলেন। তখন টহল পুলিশের মিস ফায়ারে আহত হন তিনি।

গুলিবিদ্ধ হওয়ার পর শাহেদুলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। তার শরীরে ২১টি স্প্লিন্টার রয়েছে বলে ডাক্তাররা জানিয়েছেন। তবে তিনি এখন সুস্থ আছেন বলে ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

Similar Articles

Leave a Reply

Top