You are here
Home > আইসিটি > ত্রিশালে আয়োজিত হচ্ছে বিজয়ের মাস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা-২০১৭

ত্রিশালে আয়োজিত হচ্ছে বিজয়ের মাস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা-২০১৭

বাঙালির জাতীয় জীবনে অবিস্মরণীয় একটি দিন মহান বিজয় দিবস। আর এর রেশ থাকে সারা মাস ধরে । এই মহান বিজয় দিবস কে সামনে রেখে ত্রিশালের প্রযুক্তি প্রতিষ্ঠান “এম আইটি ইন্সটিটিউট ” মাস ব্যাপী কুইজ কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে ।
যেখানে প্রতিযোগিতা হচ্ছে অনলাইন ফেইসবুকের মাধ্যমে যাতে সবাই অংশ নিতে পারে এবং সপ্তাহান্তে সরাসরি আছে কুইক কুইজ । নিয়মিত পুরস্কারের পাশাপাশি অংশ গ্রহণ কারী সবার জন্যেই থাকছে বিশেষ পুরস্কার ।
উক্ত মহতি উদ্যোগে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে অনলাইনভিত্তিক দৈনিক “বাংলা নিউজ ওয়ান ” ।

এছাড়া সহযোগী হিসেবে থাকছে , অনলাইন ভিত্তিক সেবা প্রতিষ্ঠান “প্রকৃতি ডট অনলাইন ” , ” ডি এস টেক আইটি ” এবং ত্রিশাল ডিজিটাল প্রেস ।

Similar Articles

Leave a Reply

Top